Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৩ ২২:৩২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে মাদরাসায় সাত বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে।

বুধবার (১৯ এপ্রিল) রাতে নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি আটগাছতলা দারুল ফুনুন মাদরাসা হেফজখানা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার ওই মাদরাসার শিক্ষক মো. হাশেমের (৫২) বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম সারাবাংলাকে জানান, শিশুটির মা ওই মাদরাসায় রান্না করেন। গত (বুধবার) রাতে হাশেম শিশুটিকে মাদরাসার ভেতরে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে। ঘটনা জানাজানির পর হাশেম পালিয়ে যায়।

বিজ্ঞাপন

শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে বুধবার (১৯ এপ্রিল) গভীর রাতে নগরীর সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে হাশেমকে গ্রেফতার করা হয়।

ওসি খায়রুল আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাশেম ধর্ষণের কথা স্বীকার করেছে। আক্রান্ত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো