Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেতন বকেয়া ৪৯৭টি কারখানায়, বোনাস হয়নি ৩৬ শতাংশের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৩ ২০:২৩ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ০৯:২৫

ঢাকা: দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে ৪৯৭টি কারখানায়। এছাড়া এখনও ৩৬ শতাংশ শিল্প-কারখানায় ঈদের বোনাস হয়নি।

বুধবার (১৯ এপ্রিল) পর্যন্ত বোনাস হয়েছে ৬৪ শতাংশ কারখানায়। শিল্প পুলিশের সর্বশেষ এক পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

শিল্প পুলিশের তথ্যমতে, ৯ হাজার ৬১৬টি কারখানার মধ্যে বোনাস পরিশোধ হয়েছে ৬ হাজার ১৬৬টির। বকেয়া রয়েছে ৩ হাজার ৪৫০টি কারখানার। এখন পর্যন্ত বোনাস দেওয়া হয়েছে ৬৪ শতাংশ কারখানায় এবং বকেয়া রয়েছে ৩৬ শতাংশের। তথ্যমতে, বিজিএমইএ’র ১ হাজার ৬৩১টি কারখানার মধ্যে ১০২৬ টিতে বোনাস দেওয়া হয়েছে। এখনও বোনাস হয়নি ৬০৫টি কারখানায়।

শিল্লপুলিশ সূত্রে আরও জানা গেছে, বিকেএমইএ’র তালিকাভুক্ত ৭০০টি কারখানার মধ্যে ৫৫৩ টি কারখানায় বোনাস হয়েছে। এখনও বোনাস দেওয়া হয়নি ১৪৭টি কারখানায়। বিটিএমএ’র তালিকাভুক্ত ৩৫৮টি কারখানার মধ্যে বোনাস হয়েছে ২৪০টির, হয়নি ১১৮ টি কারখানার। এছাড়া বেপজার ৩৪৫টি কারখানার মধ্যে ৩৩০টির বোনাস হয়েছে, বাকি রয়েছে ১৫টির। অন্যান্য শিল্প কারখানার ৬ হাজার ৪৯৯টির মধ্যে ৩ হাজার ৯৭৩টির বোনাস হয়েছে, হয়নি ২ হাজার ৫২৬ টির।

শিল্প পুলিশ জানিয়েছে, মার্চ মাসের বেতন হয়েছে ৯৪ দশমিক ৮২ শতাংশ কারখানায়। এখনও বাকি ৫ দশমিক ১৮ শতাংশ কারখানার বেতন। মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে ৪৯৭টি কারখানায়।

জানতে চাইলে বিজিএমইএ’র সহ সভাপতি শহীদুল্লাহ আজীম সারাবাংলাকে বলেন, ‘বিজিএমইএ’র সদস্যভুক্ত কারখানাগুলোয় মধ্যে ৯২ থেকে ৯৩ শতাংশ কারখানায় বোনাস হয়ে গেছে। মার্চ মাসের বেতন বাকি আছে মাত্র ১ শতাংশ কারখানায়। আগামীকালের মধ্যে সব কারখানায় বেতন-বোনাস হয়ে যাবে। এবার বেতন বোনাস নিয়ে কোনো সমস্যা নেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বেতন-বোনাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর