প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৯ কোটি টাকা পেল বঙ্গবাজারের ব্যবসায়ীরা
সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৩ ১২:৪৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১৩:৫২
১৮ এপ্রিল ২০২৩ ১২:৪৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১৩:৫২
ঢাকা: বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী ব্যবসায়ী ও মালিকদের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে নয় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
যা ইতোমধ্যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মোবাইলে পৌঁছে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
মঙ্গলবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর সহকারী উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট সাড়ে ৬ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনে প্রায় ৫ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সারাবাংলা/এনআর/পিটিএম