দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেস: ৪ জন বরখাস্ত, তদন্তে কমিটি
১৭ এপ্রিল ২০২৩ ১৩:২৮ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ১৩:৩৯
ঢাকা: সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় লোকোমাস্টারসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে রেলপথ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন- সোনার বাংলা ট্রেনের গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন) লোকো মাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোকো মাস্টার মো. মহসিন (ঢাকা হেডকোয়ার্টার এবং হাসানপুর স্টেশনের মেইনটেইনার সিগন্যাল মো. ওয়াহিদ।
গতকাল রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার হাসানপুর স্টেশনে থেমে থাকা কনটেইনার মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় সোনার বাংলা এক্সপ্রেস। এতে অর্ধ শতাধিক যাত্রী আহত হন।
এদিকে, ওই দুর্ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরানকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ওই কমিটি দুর্ঘটনা তদন্তে কাজ করছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
আরও পড়ুন:
ট্রেন দুর্ঘটনায় ইসির ১২ কর্মকর্তা আহত
দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে সোনার বাংলার ধাক্কা, ৭ বগি লাইনচ্যুত
সোনার বাংলা এক্সপ্রেস চলবে না সোমবার, টাকা ফেরত পাবেন যাত্রীরা
সারাবাংলা/জেআর/এমও