নিয়ন্ত্রণে এসেছে উত্তরার বিজিবি মার্কেটের আগুন
সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৩ ১১:৩৫ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ১১:৪২
১৭ এপ্রিল ২০২৩ ১১:৩৫ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ১১:৪২
ঢাকা: রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিস। সোমবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। ৫টি ইউনিটের চেষ্টায় সকাল ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এছাড়া ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোলরুম থেকে আনিসুর রহমান জানান, সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নেভাতে আরও তিনটি ইউনিট যোগ দেয়। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: উত্তরায় বিজিবি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সারাবাংলা/ইউজে/এমও