Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৩ ২৩:৩৩

ঢাকা: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ক্রেন উল্টে দোকান, বাড়িঘর ভাংচুর ও আহতের ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান বিআরটি প্রকল্পের এমডি শফিকুল ইসলাম। তিনি আরও বলেন, ক্রেনের চারটি পায়ের যে কোনো একটি পা পিছলে এ দুর্ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ এপ্রিল) রাতে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শনিবার সন্ধ্যা ৬টায় টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী মন্নুগেট এলাকার দোকানের উপর বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে শিশুসহ তিনজন আহত হয়েছে।

আহতরা হলেন, জামান, দেলোয়ার ও শিশু দীন মোহাম্মদ। আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঢাকামুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত ক্রেনটিকে প্রায় পাঁচ ঘণ্টা তিনটি ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয়। উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী যান চলাচল স্বাভাবিক হয়।

সারাবাংলা/একে

ক্রেন দুর্ঘটনা গাজীপুর

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর