Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লান্ত ফায়ার কর্মীদের শরবত এগিয়ে দিচ্ছিলেন কলেজশিক্ষার্থী পলি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৩ ২৩:৩৪

ঢাকা: আগুন নেভাতে গিয়ে নিউ সুপার মার্কেটের ভেতর থেকে ঘেমে ক্লান্ত হয়ে ফিরছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। একই অবস্থা ছিল ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবীদের। কিছুক্ষণ পর পরই অক্সিজেন স্বল্পতায় ফিরে আসছিলেন তারা। সেইসব ফায়ার কর্মীদের শরীরে পানির জার থেকে পানি ঢালছিলেন অনেকই। আবার কেউ এগিয়ে দিচ্ছিলেন লেবু। অনেকের মতো কলেজ শিক্ষার্থী ফাহমিদা আক্তার পলিও শরবত নিয়ে তাদের পাশে দাঁড়ান।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর একটায় নিউ সুপার মার্কেটসংলগ্ন ফুট ওভারব্রিজের উপর এমন চিত্র দেখা যায়। তখনও নিউ সুপার মার্কেট থেকে ধোঁয়ার কুণ্ডুলি বের হচ্ছিল। অগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছিলেন। ব্যবসায়ীরা চেষ্টা করছিলেন দোকান থেকে তাদের শেষ সম্বলটুকু বের করে নিতে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নিউ সুপার মার্কেটে ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। আর ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ৩০টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দুপুর ২ টার দিকেও ধোঁয়ার কুণ্ডুলি উড়তে দেখা যায়।

সেখানেই দেখা যায়, ফায়ার সার্ভিস কর্মী ও স্বেচ্ছাসেবীদের শরবত খাওয়াচ্ছিলেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) শিক্ষার্থী ফাহমিদা আক্তার পলি। কলেজটিতে তৃতীয় বর্ষে পড়ুয়া পলি বলেন, ‘আমি স্টুডেন্ট। আমার এত টাকা পয়সা নেই যে সবাইকে হেল্প করব। আমার যতটুকু সামর্থ্য আছে, সেটা দিয়ে সহযোগিতা করা। তাই অনেক ভেবে চিন্তে এখানে ঠাণ্ডা পানি নিয়ে এসেছিলাম। যারা কাজ করছিলেন দেখছিলাম তারা পানি খুঁজছেন। সে কারণেই পানি নিয়ে আসা।’

তিনি বলেন, ‘শুধু ঠাণ্ডা পানিতে তো এনার্জি আসে না। তাই ওটার মধ্যে একটু স্যালাইন, একটু চিনি দিয়ে শরবত তৈরি করে সবাইকে দিচ্ছি। এই কষ্টের সময় সবাইকে যদি কিছু হেল্প করা যায়।’ পরিবারের কাছ থেকেই এমন শিক্ষাই পেয়েছেন বলে জানান এই শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এদিকে, বেশ কয়েকজন দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর পর্যন্ত তারা জানে না তাদের কতটা ক্ষতি হয়েছে। দোকানের ভেতরকার ক্ষয়ক্ষতি তখনও নিরুপণ করা সম্ভব হয়নি। টপম্যান, টপ পয়েন্টসহ পাঁচটি দোকানের একটির এক কর্মচারী সারাবাংলাকে জানান, তাদের পাঁচ দোকানে অন্তত দেড় কোটি টাকার পণ্য ছিলে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে দুপুর পর্যন্ত তা তারা জানতে পারেননি। তখনও তারা তাদের দোকানের মালামাল উদ্ধারের চেষ্টা করছিল।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ফায়ার সার্ভিস শরবত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর