‘ব্যবসায়ীরা ঘুমালে কেন আগুন লাগে, তদন্ত করতে হবে’
১৫ এপ্রিল ২০২৩ ১৯:২০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১১:০১
ঢাকা : বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেছেন, ব্যবসায়ীরা জেগে থাকলে আগুন লাগে না, ঘুমিয়ে পড়লে আগুন লাগে। এটি কেন হচ্ছে বিষয়টি তদন্ত করে দেখা উচিত।
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগার বিষয়ে জানতে চাইলে শনিবার বিকালে তিনি সারাবাংলাকে এসব কথা বলেন।
হেলাল উদ্দিন বলেন, ‘বঙ্গবাজারে সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগলো আর নিউমার্কেটে আগুন লাগলো ভোর ৫ টা ৪০ মিনিটে উভয় সময়েই ব্যবসায়ীরা ঘুমিয়ে ছিলেন। এই ধরনের ঘটনা কেন ঘটছে, কীভাবে ঘটছে এগুলো তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না। তবে এ বিষয়গুলো তদন্ত করে দেখা উচিত।’
আগুন লাগার বিষয়টি কোন ধরনের নাশকতা মনে করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এ মুর্হূতে কিছু বলতে পারছি না। তবে তদন্ত করে দেখার দাবি করছি।’
নিউমার্কেটের আগুনের ঘটনাকে কী রকম ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘বঙ্গবাজারের পর নিউ মার্কেটের ঘটনায় আমরা আতঙ্কিত। এই আতঙ্ক নিয়ে, সন্দেহ নিয়ে ব্যবসা পরিচালনা করা যায় না। বঙ্গবাজারের পর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় সারাদেশে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।’
তিনি বলেন, ‘বঙ্গবাজার এবং নিউমার্কেটের আগুন লাগার সময় একই। তবে আমি মনে করছি না এটি কোনো ষড়যন্ত্র। তারপরও তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি রিপোর্ট দেবে। পরপর দুটি মার্কেটে আগুন লাগার ঘটনায় আমরা হতভম্ভ। আমাদের কপাল পুড়ছে।’
তিনি বলেন, ‘নিউ মার্কেটে আগুনের ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনই অনুমান করা সম্ভব না। ঈদের আগে এই আগুনের কারণে সারাদেশের ঈদবাজার শেষ। এভাবে আতঙ্ক নিয়ে, সন্দেহ নিয়ে তো আর ব্যবসা পরিচালনা করা যায় না।’
সারাবাংলা/জিএস/একে