Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৩ ১১:২০ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১২:৪৪

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে তিনি সুস্থ আছেন। হামলার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীদের তৎপরতার কারণে তার কোনো ক্ষতি না হলেও ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৫ এপ্রিল) জাপানের ওয়াকাইয়ামা শহরে এ ঘটনা ঘটে। জাপানের বার্তা সংস্থা দ্যা জাপান টাইম এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার ওয়াকাইয়ামা শহরে একটি সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিলো প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার। নির্দিষ্ট সময়ে তিনি মঞ্চে ওঠার পরপরই তাকে লক্ষ্য করে ছোড়া হয় বোমাসদৃশ্য বস্তু।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এটি একটি বোমা ছিলো, তবে তা প্রাণঘাতী বোমা ছিলো না।

জাপানের বার্তা সংস্থা দ্যা জাপান টাইম, কিওডো নিউজ এজেন্সিসহ দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া সেই বস্তুটি ‘স্মোক বোম্ব’ জাতীয় বোমা বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ধরনের বোমায় ব্যপক ধরনের ধোয়া সৃষ্টি হলেও বিস্ফোরণজনিত ক্ষয়ক্ষতি হয় না।’

ওই বোমা বিস্ফোরণের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা বোমাটি বিস্ফোরণের পরপরই এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

জাপানের প্রধানমন্ত্রী বোমা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর