চকবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট
সিনিয়র করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৩ ১২:১০ | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১২:৪৪
১১ এপ্রিল ২০২৩ ১২:১০ | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১২:৪৪
ঢাকা: রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশের একটি ভবনের ৫ তলায় সিরামিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০ টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছে। অন্তত আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছায়। সড়কে প্রচণ্ড যানজট থাকায় ইউনিটটির পৌঁছাতে দেরি হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, একটি সিরামিক কোম্পানির গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। ল্যাডারবাহিত গাড়িটি কিছুক্ষণের মধ্যে কাজ শুরু করবে।
সারাবাংলা/ইউজে/এমও