Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ান্ডার্স ক্লাবের সিঁড়ি থেকে এক জনের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৩ ১০:২৬

ঢাকা: রাজধানীর মতিঝিল আরামবাগ ওয়ান্ডার্স ক্লাবের সিঁড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম স্বপন (৫০)

শনিবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় মতিঝিল থানা পুলিশ।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল মিয়া জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ওই এলাকায় ঘোরাফেরা করতো। বিভিন্ন সময় ক্লাবসহ অন্যদের চা-পান এনে দিতো। প্রায় ১০ থেকে ১১ বছর ধরে তিনি ক্লাবের সিঁড়িতেই থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জাতীয় পরিচয় পত্রের একটি কাগজ দেখে তার নাম জানা গেছে। তার শ্বশুরবাড়ি ময়মনসিংহ ভালুকা উপজেলায়। সেখানে খবর পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এসএসআর/এমও

ওয়ান্ডার্স ক্লাব মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর