Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের আমির সেলিমসহ ৮ নেতাকর্মী রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৩ ১৬:২৮

ঢাকা: ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। অপর সাত নেতাকর্মীকে দুইদিন করে রিমান্ডে পাঠানো হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) আসামিদের আদালতে হাজির করে সেলিমের ১০ দিন, অপর সাত আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর।

বিজ্ঞাপন

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত রিমান্ডের এ আদেশ দেন

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- জামায়াতের মহানগর মজলিসের সুরা সদস্য আবুল বাশার, কুমিল্লা জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সমর্থক আনোয়ারুল হক ওরফে আনোয়ার, শিব্বির আহমেদ, ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম সরকার।

এদিকে আসামিদের পক্ষে কামাল হোসেনসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সেলিমের পাঁচ দিন এবং অপর সাতজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার সন্ধ্যায় তাদের রাজধানীর ভাটারার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/এআই/ইআ

জামায়াত নেতা আমীর সেলিম টপ নিউজ রিমান্ডে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর