‘হিরোইজম’ দেখাতে গ্যাং, গ্রেফতার ১১
৫ এপ্রিল ২০২৩ ২০:১০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সক্রিয় দুই গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পাড়া-মহল্লায় কথিত হিরোইজম প্রদর্শনের নামে তারা মারামারি-সংঘাতসহ বিভিন্ন অপরাধে লিপ্ত বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ১১ জন হলেন- রিয়াজ উদ্দিন সানি (২৪), সাদ্দাম হোসেন (২০), আব্দুল মান্নান (২০), মো. তানভীর (২০), সোহেল রানা (২১), রবিউল হোসেন (১৮), আল রাব্বি (২৪), মো: জসিম (২৫), মো. রাকিব(১৯), বেলাল মিয়া সাজু (২৩) এবং ১৫ বছর বয়সী এক কিশোর দলনেতা।
র্যাবের চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার সারাবাংলাকে জানান, গ্রেফতার ১১ জনের মধ্যে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার ‘সানি গ্যাং’ এবং পাহাড়তলীর ‘পিচ্চি সাকিব গ্যাং’র সদস্যরা আছে। এদের প্রত্যেকের নামে নগরীর বিভিন্ন থানায় ছিনতাই ও মারামারির মামলা আছে।
তাদের বায়েজিদ বোস্তামি ও পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
সারাবাংলা/আইসি/পিটিএম