সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি হেনরী, সম্পাদক মুরাদ
৩ এপ্রিল ২০২৩ ২২:০৬
সিরাজগঞ্জ: সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ড. জান্নাত আরা হেনরী সভাপতি ও ইমরান মুরাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি হলরুমে আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান মুরাদ সারাবাংলাকে বিষয়টি নিশ্চত করেছেন।
ইমরান মুরাদ বলেন, ‘আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠনের লক্ষ্যে আমাকে সাধারণ সম্পাদক এবং ড. জান্নাত আরা হেনরীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করব।’
এদিকে, নবনির্বাচিত সভাপতি ড. জান্নাত আরা হেনরী বলেন, ‘সিরাজগঞ্জ জেলার সংস্কৃতি বেশ সমৃদ্ধ। সে কারণে এখানে শতাধিক সংগঠন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তাদের প্রতিনিধি হিসেবে আমাকে নতুন দায়িত্ব দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাংস্কৃতিক কর্মীদের অধিকার আদায়ের আন্দোলনে আমি সবসময় পাশে ছিলাম, আছি, থাকব। এছাড়া মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, আলবদর, রাজাকার তথা মৌলবাদের বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর সবসময় জাগ্রত থাকবে।’
এদিন সদ্যবিদায়ী সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ গৌরের সঞ্চলনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাবেক সভাপতি আসাদ উদ্দিন পবলুকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে আহ্বায়ক কমিটি সকলের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে ড. জান্নাত আরা হেনরী এবং সাধারণ সম্পাদক হিসেবে ইমরান মুরাদের নাম ঘোষণা করেন।
সারাবাংলা/পিটিএম
সভাপতি হেনরী সম্পাদক মুরাদ সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ শাখা