Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রয়াত খোকাকে নিয়ে কটূক্তি করায় ছাত্রদলের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৩ ২৩:১৩

ঢাকা: অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র, বিএনপি প্রয়াত ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ডাকাত ছিলেন না, ডাকাত বর্তমান সরকার। এরা ডাকাতি করে দিনের ভোট রাতে করেছে। এ সরকার ভোট ডাকাত। ডাকাতি করেই ক্ষমতায় টিকে আছে।’

তারা বলেন, ‘রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধাকে কীভাবে সম্মান দিতে হয় তা তারা (সরকার) জানে না। জানবে কী করে! এ মুক্তিযুদ্ধের দল দাবি করলেও আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতা মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। এ ফ্যাসিস্ট সরকার শুধু জনগণের অধিকার নয়, মুক্তিযুদ্ধের চেতনাও ডাকাতি করেছে।’

যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, ‘ক্ষমা না চাইলে মুক্তিযোদ্ধার সন্তানেরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী গণজাগরণ মঞ্চ তৈরি করে জনতার আদালতে এর বিচার করবে।’

এর আগে, একটি বিক্ষোভ মিছিল বিএনপির নয়াপল্টন অফিসের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উল্লেখ্, সম্প্রতি আওয়ামী লীগের একটি সভায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ডাকাতের সন্তান হিসেবে আখ্যায়িত করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. রমজান, কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমেদ ফাহিম ভূঁইয়া, তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকরাম খান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য শফিকুল ইসলাম নয়ন, গেন্ডারিয়া থানা যুবদলের সাবেক সদস্য সচিব জনি ভূঁইয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাবেদ হোসেন মুন্না, কোতোয়ালি থানা যুবদল নেতা আব্দুস সোবহান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আমজাদ হোসেন মামুন, কবি নজরুল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নাজিম উদ্দিন সজিব, যুগ্ম-সম্পাদক রুহুল আমিন অন্তু, জামাল খান, জাহিদ হোসেন রাসেল, সজিব হোসেন স্বাধীন, সূত্রাপুর থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল ওয়াজেদ হিমেল, সদস্য সচিব সাব্বির ভূইয়া, যুগ্ম-আহ্বায়ক সাইফ আহমেদ হিমু, ওয়ারী থানা ছাত্রদলের আহ্বায়ক তৌকির আহমেদ, সদস্য সচিব নাঈম ইসলাম, যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান, আশিকুর রহমান, মেহেদি হাসান সিয়াম, গেন্ডারিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক শাকিল আহমেদ, যুগ্ম-আহ্বায়ক ইবু, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল যুগ্ন আহ্বায়ক জসিম, যুগ্ন আহবায়ক রুবেল, আর কে কলেজের সদস্য সচিব রাব্বি, ওয়ারী থানা স্বেচ্ছাসেবক নেতা জামিল আহমেদ তুহিন, আব্দুর রহমান ভূঁইয়া, ছাত্রনেতা শরিফ হাসান, মামুন, আবু বক্কর, তুহিন, ফয়সাল, নাঈম, উউজ্জল আশিক হামিদ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/একে

খোকা বিএনপি বিক্ষোভ সাদেক হোসেন খোকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর