Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর আবহাওয়া অফিসে নতুন রাডার স্থাপনের কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৩ ২০:৫৮ | আপডেট: ৩১ মার্চ ২০২৩ ২১:০২

রংপুর: দীর্ঘ এক যুগ ধরে বিকল রাডার নিয়ে চলা রংপুর আবহাওয়া কার্যালয়ে নতুন ডপলার রাডার স্থাপনের কাজ শুরু হয়েছে। দীর্ঘ প্রত্যাশিত এ রাডার স্থাপন হতে যাওয়ায় স্বস্তি ফিরেছে আবহাওয়া দফতরেও।

এ রাডারের মাধ্যমে রংপুর আবহাওয়া কেন্দ্র থেকে চারদিকে ৪০০ কিলোমিটার এলাকা পর্যন্ত ঘূর্ণিঝড়, মেঘের গতিবিধি, বৃষ্টিপাত, তাপমাত্রা, বজ্রপাতসহ আবহাওয়ার আগাম নানা তথ্য দেওয়া সম্ভব হবে। দুর্যোগের বেশ কয়েক ঘণ্টা আগে তথ্য পাওয়ায় সংশ্লিষ্টদের সঠিকভাবে পূর্বাভাস দেওয়া যাবে। কালবৈশাখী মেঘের অস্তিত্ব, টর্নেডোর মেঘ, বজ্রপাতের ধরণ বলে দিতে পারবে এই রাডার।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে রংপুর আবহাওয়া অফিস প্রাঙ্গণে নতুন রাডার ভবন নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আবহাওয়া অধিদফতর ও জাইকার কর্মকর্তারা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপপরিচালক ও এই প্রকল্পের পরিচালক আহমেদ আরিফ রশিদ জানান, ২৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাডার স্টেশনের খরচের মধ্যে ১৯৫ কোটি টাকা অনুদান দিচ্ছে জাইকা। আগামী ২০২৫ সালের মধ্যে ডপলার রাডার স্টেশনটি চালু করা সম্ভব হবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, কৃষি প্রধান উত্তরাঞ্চলের কৃষি-অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখবে এ রাডার। প্রতি বছর খরা, বন্যা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়ের কারণে আমাদের কোটি কোটি টাকার ফসলহানি হয়। বজ্রপাতের কারণে দিন দিন মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে। আবহাওয়ার পূর্বাভাস না থাকায় মৌসুমী রোগব্যাধি বাড়ছে। তাই এখানে ডপলার রাডার স্থাপন করা অত্যন্ত জরুরি ছিল।

তিনি আরও বলেন, আগাম বৃষ্টিপাতের তথ্য দেয়ার মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতি থেকে রক্ষা করা যাবে। সেইসঙ্গে রংপুরের আবহাওয়ার অবস্থা ও পরিবর্তনজনিত কারণগুলো গবেষণা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

আবহাওয়া অফিস টপ নিউজ রংপুর রাডার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর