স্বস্তির বৃষ্টিতে কমেছে তাপমাত্রা
৩১ মার্চ ২০২৩ ১৩:৫৪ | আপডেট: ৩১ মার্চ ২০২৩ ১৫:৪৯
ঢাকা: চৈত্র মাস। ক্রমশ বেড়ে চলা তাপমাত্রায় স্বস্তি হয়ে দেখা মিলেছে বৃষ্টির। বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাতে রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদফতর বলছে, রাতে ২৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে ঢাকায়।
আবহাওয়ার পূর্বাভাসে, আজও রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্যমতে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলিতে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ১৯ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
সারাবাংলা/আরএফ/এমও