Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর শিল্পপ্রতিষ্ঠানে ভোলার গ্যাস সরবরাহ করবে ইন্ট্রাকো

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৩ ২০:৪৭

ঢাকা: ভোলার গ্যাস ক্ষেত্র থেকে সুন্দরবন গ্যাস কোম্পানি উৎপাদিত প্রাকৃতিক গ্যাস স্থানীয়ভাবে ব্যবহারের পর সিলিন্ডারে ঢাকার আশাপাশের শিল্প এলাকায় বিপণন করা হবে। আর এই বিপণনের দায়িত্ব পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

বৃহস্পতিবার (৩০ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ইন্ট্রাকোকে আগামী ১০ বছরের জন্য ভোলার গ্যাস সিলিন্ডারের মাধ্যমে সরবরাহ করার অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সাঈদ মাহবুব খান বলেন, ‘ইন্ট্রাকো প্রাথমিকভাবে পাঁচ এমএমসিএফডি গ্যাস পরিবহন করবে এবং পরবর্তী ২০ এমএমসিএফডি করে গ্যাস কম্প্রেসড করে সিএনজি আকারে পরিবহন করবে ইন্ট্রাকো।’ তিনি জানান, ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য চারটি প্রস্তাব উপস্থাপন করা হয়। বৈঠকে সবগুলো প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।’

অনুমোদন দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। অনুমোদিত এ চার প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৬ হাজার ৬৯ কোটি ৭১ লাখ ৮ হাজার ৫৬৪ টাকা। মোট অর্থায়নের সম্পূর্ণ টাকাই জিওবি থেকে ব্যয় হবে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

ইন্ট্রাকো গ্যাস ভোলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর