Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো সাংবাদিকের সঙ্গে এরকম আচরণ কাম্য নয়: ডুজা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৩ ১৯:১৮

ঢাবি করেসপন্ডেন্ট: সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। কোনো সাংবাদিকের সঙ্গে এরকম আচরণ কাম্য নয় বলে জানিয়েছেন তারা।

বুধবার (৩০ মার্চ) দুপুরে এক যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল বলেন, ‘কোনো আনুষ্ঠানিক অভিযোগ কিংবা পরোয়ানা ছাড়াই সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নেওয়ার ঘটনা উদ্বেগজনক। তাকে তুলে নেওয়ার পরও আইন শৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি স্বীকার না করার ঘটনা বিপজ্জনক। এ ধরনের ঘটনা দেশের স্বাধীন সাংবাদিকতা এবং সংবিধানস্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতার প্রতি একধরনের হুমকি বলে আমরা মনে করি।’

বিজ্ঞাপন

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় সুরাহা করা যেতে পারে। একইসঙ্গে আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সব সাংবাদিকের মুক্তি এবং বিভিন্ন সময়ে দেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনার বিচার দাবি করছি।’

নেতৃবৃন্দ বলেন, যে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় তার প্রতিবিধান সম্ভব। তা না করে ভোরে একজন সাংবাদিককে তার বাসা থেকে তুলে নেওয়ার ঘটনা সাংবাদিকতা ও সাংবাদিকদের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম বিরূপ আচরণ। কোনো সাংবাদিকের সঙ্গে এই আচরণ কাম্য নয় সংবিধানস্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতাকে সমুন্নত রাখতে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা থাকা উচিত বলে আমরা মনে করি। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/একে

ডুজা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর