Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৩ ১৪:১১ | আপডেট: ৩০ মার্চ ২০২৩ ১৫:৩৮

ঢাকা: আগামী ১ এপ্রিল থেকে যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে। এটি অগ্রিম বিক্রি হিসেবে গণ্য হবে। এ ছাড়া পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকেট আগামী ৭ এপ্রিল থেকে ইস্যু করা হবে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মো. শরিফুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকেট শতভাগ অনলাইনে বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কাজেই যাত্রী সাধারণকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর এ আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত শুধুমাত্র অনলাইন/মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা করা যাবে।

টিকেট কিনতে রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল, “Rail Sheba” অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে NID/ পাসপোর্ট/ জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

উল্লেখ্য, কালোবাজারি ঠেকাতে এবার ঈদে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। নিজের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এ টিকিট সংগ্রহ করতে হবে।

সারাবাংলা/জেআর/ইআ

ট্রেনের অগ্রিম টিকিট রেলপথ মন্ত্রণালয়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর