নির্মাণাধীন ভবনের লোহার পাইপ পড়ে পথচারীর মৃত্যু
২৩ মার্চ ২০২৩ ২১:৪৫
ঢাকা: রাজধানীর খিলগাঁও ভুইয়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের লোহার পাইপ মাথায় পড়ে আবুল বাছের সোহেল (৩০) নামে এক পথচারীর মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৫টার দিকে খিলগাঁও ভুইয়াপাড়া নুরানী মসজিদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, বিকেলে ভুইয়াপাড়া নুরানী মসজিদের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই পথচারী। এ সময় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের লোহার পাইপ ওই পথচারীর মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মৃতের বড় ভাই আবুল কাশেম স্বপন জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জর উপজেলার বটতলী গ্রামে। বাবার নাম মৃত আবুল হোসেন। বর্তমানে খিলগাঁও ভুইয়াপাড়া এলাকায় স্ত্রী রোখসানা আক্তার ও ছয় মাস বয়সী মেয়েকে নিয়ে থাকতো। পেশায় তিনি রিকশাচালক।
তিনি আরও জানান, বিকেলে বাসা থেকে নুরানী মসজিদের পাশে চা খেতে আসছিল। তখনই পাইলিং মাথায় পড়ে ঘটনাস্থলে মারা যায়।
সারাবাংলা/এসএসআর/পিটিএম