Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৩ ০০:০১

ঢাকা: রাজধানীর মগবাজারে বাসচাপায় আনিসুল হক সাকি (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মগবাজার ওয়্যারলেস গেইটসংলগ্ন রাশমনো হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

মৃত সাকি কিশোরগঞ্জ সদর উপজেলার ভোলাই গ্রামের আব্দুস সালামের ছেলে। বর্তমানে দক্ষিণখান জয়নাল মার্কেট এলাকায় থাকতো। তিনি জজ কোর্টের শিক্ষানবীস আইনজীবা ছিলেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে ওই যুবক মোটরসাইকেল যোগে ফ্লাইওভার দিয়ে নামছিল। এ সময় লাব্বায়েক নামের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, সাকির বড় বোন ইশরাত জাহানের বাসা হাতিরঝিল সোনালীবাগে। সন্ধ্যায় দক্ষিণখানের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বোনের বাসায় আসছিল। পথে মগবাজার ওয়্যারলেস এলাকায় এলে দুর্ঘটনার স্বীকার হন তিনি।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

নিহত মগবাজার মোটরসাইকেল আরোহী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর