দুবাইয়ে আরাভ খানকে গ্রেফতার করা হয়নি
২১ মার্চ ২০২৩ ২০:১৩
ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাইয়ে এখনও গ্রেফতার করা হয়নি। তবে তিনি পালিয়ে থাকতে পারবেন না।
মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
এর আগে দেশের বিভিন্ন গণমাধ্যমে দুবাইয়ে আরাভ খানের গ্রেফতার হওয়ার খবর প্রকাশিত হয়।
এ বিষয়ে সাংবাদিকরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটুকুই বলতে পারি যে, বাংলাদেশের কোনো আসামি বন্ধু রাষ্ট্রে গিয়ে পালিয়ে থাকতে পারবেন না।’
আরাভের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, ‘এটি এখনও আনফোল্ডিং। আপনারা সময়মতো জানতে পারবেন।’
আরাভ খানের গ্রেফতারের বিষয়ে ঢাকার পক্ষ থেকে অফিশিয়ালি দুবাইয়ে যোগাযোগ করা হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এর আগে, বেশ কয়েকটি গণমাধ্যম মঙ্গলবার দুপুরের পরে পুলিশ সদর দফতরের সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করা হয় যে দুবাইয়ে পুলিশের হাতে আরাভ খান গ্রেফতার হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের মিডিয়া শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মনজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আরাভে খান গ্রেফতার হয়েছেন। এ রকম তথ্য আমাদের কাছে নেই। গ্রেফতারের খবর পাওয়া মাত্রই তা জানিয়ে দেওয়া হবে।’
সারাবাংলা/এসবি/একে