Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শা সীমান্তে ১৩টি সোনার বারসহ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৩ ১৩:২৭

বেনাপোল: ভারতে পাচারের সময় কামরুজ্জামান ওরফে কামরুল (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গাজীপাড়া গ্রামের জব্বারের মোড় এলাকা দিয়ে এই সোনা পাচারের চেষ্টা করা হয়েছিল।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কামরুলকে আটক করা হয়। সে কুদরত উল্লাহ সর্দারের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে জানা যায় একজন সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশে গোগা গ্রামের গাজীপাড়া এলাকা দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। তখন বিজিবি সদস্যরা তার গতিরোধ করে। এসময় দেহ তল্লাশি করে তার কোমরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৩ পিস সোনার বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৫৫৬ গ্রাম। এবং বাজার মূল্য এক কোটি ৩১ লাখ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, ‘আটক কামরুলের বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।’

সারাবাংলা/এমও

টপ নিউজ পাচারকারী আটক শার্শা সীমান্ত সোনার বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর