Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবি সিকান্দার আবু জাফর স্মরণে আলোচনা অনুষ্ঠান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৩ ২৩:২৩

ঢাকা: প্রখ্যাত কবি ও সম্পাদক সিকান্দার আবু জাফরকে স্মরণ করল বাংলা একাডেমি। রোববার (৫ চৈত্র, ১৯ মার্চ) সকাল ১১ টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে কবির স্মরণে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

স্বাগত বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘সিকান্দার আবু জাফর ছিলেন স্বপ্নবান কবি ও সম্পাদক। তিনি কবিতার মতো বিশুদ্ধ এক বাংলাদেশ প্রত্যশা করেছেন এবং সেই বাংলাদেশ গড়ে তোলায় আমৃত্যু লড়াই করেছেন।’

বিজ্ঞাপন

কবি নাসির আহমেদ বলেন, ‘সিকান্দার আবু জাফর কবি হিসেবে যেমন অনন্য, তেমনি সমকাল পত্রিকার সম্পাদক হিসেবে তার ভূমিকা ঐতিহাসিক। সাহিত্যে তার কবিতা সৃষ্টি নিয়েই আলোচনা হয় বেশি, যদিও উপন্যাস-গান-নাটক ইত্যাদি নানা ক্ষেত্রে তিনি সাফল্যের স্বাক্ষর রেখে গেছেন। সিকান্দার আবু জাফরকে নিয়ে বিস্তারিত গবেষণা হওয়া প্রয়োজন, যাতে নতুন প্রজন্ম তার জীবন ও কর্ম থেকে শিক্ষা লাভ করতে পারে।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার বলেন, ‘সিকান্দার আবু জাফরকে স্মরণের মধ্য দিয়ে আমরা আমাদের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসকে স্মরণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারব।’

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘সিকান্দার আবু জাফর বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের আত্মপরিচয় বিধৃত আছে তার কবিতায়। সম্পাদক হিসেবে তিনি আমাদের সাহিত্যরুচি নির্মাণে অসাধারণ অবদান রেখেছেন।’

সারাবাংলা/এজেড/পিটিএম

কবি বাংলা একাডেমি সিকান্দার আবু জাফর