Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের ২০০ মোবাইল ফোন জব্দ করেছে কলেজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৩ ২১:২৩ | আপডেট: ১৪ মার্চ ২০২৩ ২২:৩৪

মোংলা: শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ অ্যানড্রয়েড মোবাইল জব্দ করেছে কলেজ কর্তৃপক্ষ। শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগী না হয়ে মোবাইলেই বেশি মনোযাগী হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে এসব মোবাইল জব্দ করা হয়। ১৯ মার্চ ওইসব শিক্ষার্থীর অভিভাবকদের কলেজে আসতে বলা হয়েছে। তারা সন্তানদের শ্রেণিকক্ষে ফোন ব্যবহার না করার প্রতিশ্রুতি দিলে জব্দ মোবাইল ফেরত দেওয়া হবে।

বিজ্ঞাপন

কলেজ সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে সম্প্রতি নোটিশ জারি করে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু এই আদেশ অমান্য করে শ্রেণিকক্ষে মোবাইল নিয়েই প্রবেশ করে শিক্ষার্থীরা। এতে বিব্রত হন শিক্ষকরাও। বাধ্য হয়ে এই কৌশল নেয় কলেজ কর্তৃপক্ষ।

কলেজ অধ্যক্ষ মো. নূরুল আলম ফকির বলেন, ‘শ্রেণিকক্ষে মোবাইল ফোনের ব্যবহার কোনোভাবেই বন্ধ করা যাচ্ছিল না। লেখাপড়ার চেয়ে মোবাইলেই বেশি আশক্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা। ধীরে ধীরে লেখাপড়া থেকে দূরে সরে যেতে থাকে তারা। বিষয়টি নিয়ে শিক্ষকরা বিব্রতকর পরিস্থিতে পড়েন।’

অধ্যক্ষ আারও জানান, টিচার্স কাউন্সিলের সভায় শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর শিক্ষকরা একাধিকবার শিক্ষার্থীদের নোটিশ দিয়ে জানালেও কোনো কাজ হয়নি। এক পর্যায়ে সব শিক্ষক মিলে আকস্মিক অভিযান চালিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ২০০টি অ্যানড্রয়েড মোবাইল জব্দ করা হয়।

সারাবাংলা/পিটিএম

কলেজ জব্দ টপ নিউজ মোবাইল ফোন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর