Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারের হজ প্যাকেজ অমানবিক: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৩ ১৮:০০

ঢাকা: হজের খরচ কমিয়ে হজ প্যাকেজের মূল্য পুনর্নির্ধারণ চেয়ে রিটের শুনানিতে হাইকোর্ট বলেছেন, হজে যাওয়ার জন্য যে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে তা অমানবিক। ধর্ম মন্ত্রণালয় একটি অথর্ব মন্ত্রণালয়। এ বিষয়ে আগামীকাল পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

পাশাপাশি এবারের হজ প্যাকেজ কীভাবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হলো এবং প্যাকেজের বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থান কী, সেসব বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট। ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদকে এ তথ্য জানাতে বলেছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী মো. মহসীন, আইনজীবী আশরাফ উজ জামান খান এবং আইনজীবী আহসান উল্লাহ প্রমুখ।

শুনানিতে আদালত বলেন, ‘এবার হজের খরচ এত বেশি ধরা হয়েছে যে সাধারণ মানুষ তো দূরের কথা, আমরা নিজেরা এত খরচের প্যাকেজ দেখে সাহস পাই না। রাষ্ট্রের উচিত সাধারণ মানুষের জন্য হজ ফান্ড তৈরি করা।’

ধর্ম মন্ত্রণালয়কে অথর্ব মন্ত্রণালয় উল্লেখ করে আদালত বলেন, ‘হজে যাওয়ার জন্য এত খরচ নির্ধারণ করার ফলে যারা উপযুক্ত তারা হজে যেতে পারছেন না। এটা একটা অমানবিক হজ প্যাকেজ। এ প্যাকেজ তৈরির সঙ্গে যারা জড়িত তারাও গুনাহের ভাগিদার হবেন।’

হজের বিমান ভাড়া প্রসঙ্গে হাইকোর্ট বলেন, ‘কোটি কোটি টাকা লোকসানের দায় হজ যাত্রীদের ওপর চাপাতে পারে না বিমান। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় হজ ফান্ড আছে। বাংলাদেশ ও ইন্ডিয়ার ফান্ড কম। একমাত্র বঙ্গবন্ধু এ বিষয়ে চিন্তা করেছিলেন। তারপরে এ বিষয়ে কেউ চিন্তা করেনি।’

বিজ্ঞাপন

সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাইরে অন্য যেকোনো এয়ারলাইন্সের টিকিট কেনার সুবিধা না থাকার বিষয়ে আদালত বলেন, ‘এখানে ব্যবসার চেষ্টা করা হচ্ছে।’

গত ১২ মার্চ হজের প্যাকেজ মূল্য কমিয়ে ফের প্যাকেজ ঘোষণা করতে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ উজ জামান জনস্বার্থে এ রিট দায়ের করেন। ধর্ম সচিব, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

গত ৬ মার্চ হজের প্যাকেজ মূল্য সংশোধন করে ৪ লাখ টাকা নির্ধারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান ধর্ম মন্ত্রণালয়কে এ নোটিশ পাঠান। ওই নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আমানবিক টপ নিউজ হজ প্যাকেজ হাইকোর্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর