Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাই হ্রদে স্পিডবোট দুর্ঘটনায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৩ ১৪:২০

রাঙ্গামাটি: রাঙ্গামাটির লংগদু উপজেলার কাপ্তাই হ্রদে নৌ-দুর্ঘটনায় জাইতু বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন দুইজন।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে লংগদু উপজেলার মধুমা ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাইতু বেগম উপজেলার মাইনিমুখ ইউনিয়নের কালু মাঝির টিলা এলাকার মো. শাহাব উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন- মো. সালমান (৮) ও কবির হোসেন (৬০)।

স্থানীয় সূত্রে যায়, মঙ্গলবার সকালে লংগদুর মাইনিমুখ বাজার থেকে রাঙ্গামাটির উদ্দেশে ১২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট যাত্রা করে। পথিমধ্যে উপজেলার মধুমাছড়া এলাকায় টার্নিংয়ে স্পিডবোটটির সঙ্গে একটি টেম্পুবোটের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বোট থেকে পানিতে ডুবে যান জাইতু বেগম। এক ঘণ্টা পর স্থানীয়রা কাপ্তাই হ্রদে জাল ফেলে তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল হোসেন জানান, নিহত ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবুও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে। আর আহত দু’জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা দুইজনই মাথায় আঘাত পেয়েছেন।

সারাবাংলা/ইআ

নারী নিহত স্পিডবোট ডুবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর