ঘুমন্ত স্বামীকে গলাকেটে হত্যা, স্ত্রী আটক
১৩ মার্চ ২০২৩ ১১:৪৪
বরিশাল: ঘুমন্ত স্বামীকে ছুরি দিয়ে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। রোববার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সাফিয়া বেগমকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত ব্যক্তির নাম রবিউল আউয়াল তালুকদার (৩২)। সে উপজেলার পুটিয়াখালী এলাকায় আব্দুর রহমান তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতো। এর জেরে রোববার রাতে ঘুমন্ত অবস্থায় রবিউলকে গলায় ছুরি চালিয়ে হত্যা করে তার স্ত্রী।
রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘পারিবারিক কলহের কারণে রবিউল আউয়ালকে তার স্ত্রী ধারালো ছুরি দিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটকের পর তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
সারাবাংলা/এমও