Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক সংকট নিরসনে মধ্যস্থতা করবে না ইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৩ ২০:০৮ | আপডেট: ১৩ মার্চ ২০২৩ ০৯:৩৭

ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমরা সবাইকে অনুরোধ করব যে, আমাদের ওপর আপনারা আস্থা রাখুন। দেখুন নির্বাচনটা কেমন হয়। যদি সব দল অংশগ্রহণ করে আমরা নিশ্চিত নির্বাচনের ফলাফলটা অনেক বেশি ভালো, অনেক বেশি ইতিবাচক হবে। জনগণের কাছে তা অধিক গ্রহণযোগ্য হবে। তবে রাজনৈতিক সংকট নিরসনে কোনো মধ্যস্থতা করব না। তবে তারা চাইলে সহযোগিতা করব।

বিজ্ঞাপন

রোববার (১২ মার্চ) নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ান হাইকমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন সিইসি।

সিইসি বলেন, ‘হাইকমিশনার স্পষ্ট করে বলেছেন— ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দর, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং ফ্রুটফুল হবে। এটি ওনাদের প্রত্যাশা। আমরাও আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি। আমরা পুরোপুরি প্রস্তুত।’

তিনি বলেন, ‘আমরাও চাচ্ছি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। আমাদের দায়িত্বের মধ্যে ওনারা জানতে চেয়েছেন আমরা কি দলগুলোর মধ্যে সমঝোতা সৃষ্টি করতে পারি কিনা? আমরা বলেছি সেটি আমাদের দায়িত্বের পরিধিভুক্ত নয়। তবে আমরা মিডিয়ার মাধ্যমে বারবার বলে যাচ্ছি যে, নির্বাচনটি অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া প্রয়োজন। তাহলেই এটির অনেক বেশি গ্রহণযোগ্যতা হবে।’

আরেক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘অংশগ্রহণের বিষয়ে আমরা কোনো উদ্যোগ নেব না। এটি রাজনৈতিক ইস্যু। কোনো সংকট থাকলে তারা আলোচনার মাধ্যমে নিরসন করবেন। আমরা ব্রোকারেজ করব না, করতে পারব না। কিন্তু আমরা ওপেনলি আহ্বান করে যাব, আমাদের দরজা খোলা আছে। কোনো পার্টি যদি এসে সহযোগিতা কামনা করেন আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত আছি। সেগুলো আমরা করে যেতে পারব।’

সারাবাংলা/জিএস/একে

আওয়ামী লীগ নির্বাচন কমিশন বিএনপি রাজনৈতিক সংকট সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর