Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলায় পাটপণ্যের মেলা শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৩ ১৩:২৭ | আপডেট: ১২ মার্চ ২০২৩ ১৪:২৮

ঢাকা: প্রসার বাড়াতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বহুমুখী পাটপণ্যের মেলা শুরু হয়েছে। রোববার (১২ মার্চ) থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।

রোববার (১২ মার্চ) সকালে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) পাটপণ্যের বহুমুখী বিক্রয় ও প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

এবার মেলায় ৭২টি প্রতিষ্ঠান অংশ নিয়ে বহুমুখী পাটপণ্যের পসরা সাজিয়েছেন। বহুমুখী পাটপণ্যের উদ্যোক্তারা ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাটপণ্য উৎপাদন করছেন। প্রদর্শণীতে পাটের প্রায় সব পণ্য রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘যত পারেন পাটপণ্যের মেলার আয়োজন করতে হবে। এতে দেশে পাটপণ্যের চাহিদা যেমন বাড়বে, তেমনি এ খাতের উদ্যোক্তাদের বিক্রিও বাড়বে। এতে তারা দেশের বাইরেও পাটপণ্য রফতানি করতে উৎসাহী হবে।’

মন্ত্রী জানান, পাট দিবস উপলক্ষে রাজধানীর করিম চেম্বারেও বছরব্যাপী পাটপণ্য মেলার আয়োজন করা। সেখানে ২৮টি স্টল বসানো হয়েছে। প্রতিটি দোকান এক মাস করে চলবে। এক মাস পর সেখানে আবার নতুন ২৮টি দোকান বসবে। এভারে সেখানে বছরব্যাপী মেলা চলবে। এসব দোকানের জন্য কোনো ভাড়া নেওয়া হবে না। কেবল সার্ভিস গ্যাস ও বিদ্যুতের জন্য চার্জ দিতে হবে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ, জেডিপিসির নির্বাহী পরিচালক মো. মাহমুদ হোসেন। এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ‘জেলায় জেলায় মেলা করে পাটপণ্যকে এগিয়ে নিতে হবে’

সারাবাংলা/জিএস/এমও

পাটপণ্যের মেলা বস্ত্র ও পাটমন্ত্রী শিল্পকলা একাডেমি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর