খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন আইন মন্ত্রণালয়ে
৯ মার্চ ২০২৩ ১৪:৩৩ | আপডেট: ৯ মার্চ ২০২৩ ১৬:১৯
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘যদিও ওই আবেদনের ফাইল এখনও আমার হাতে এসে পৌঁছায়নি।’
বৃহস্পতিবার ( ৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী আরও জানান, আমি জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও বাড়ানোর জন্য তার ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা আবেদন করেছেন। সেই ফাইলটা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে এসেছে। কিন্তু আমার কাছে এখনও আসেনি। আইন মন্ত্রণালয়ের মতামতের পর ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।
খালেদা জিয়া শর্তসাপেক্ষে বিদেশে চিকিৎসা নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমার কাছে এখনও আবেদন আসেনি। ফাইলে কি আছে সেটা আমি বলতে পারবো না। আবেদন এলে আমি সেটা নিষ্পত্তি করবো।’
সারাবাংলা/জেআর/এমও