Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কথা কাটাকাটির জেরে মা’কে খুন, গ্রেফতার ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৩ ২০:৩৯

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত ছেলের মারপিটে চায়না খাতুন (৬০) নামে এক মা নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলে শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে উপজেলার সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চায়না খাতুন সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামের মৃত আলহাজ্ব আলীর স্ত্রী।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কে গাড়িচাপায় শরিফুল ইসলামের একটি ছাগলের বাচ্চা মারা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে তার মা চায়না খাতুনের সঙ্গে কথা-কাটাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে চায়না খাতুনকে মারপিট করে শরিফুল।

তিনি জানান, এর পর বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে রাত ১০টার দিকে মারা যায় চায়না খাতুন। খবর পেয়ে রাতেই ঘাতক সন্তান শরিফুল ইসলামকে আটক করে পুলিশ।

এদিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মেয়ে হাসি খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

সারাবাংলা/পিটিএম/পিটিএম

খুন ছেলে মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর