চট্টগ্রামে ‘টেটা’ মেরে চাচাতো ভাইকে খুন
৮ মার্চ ২০২৩ ১৪:১৫ | আপডেট: ৮ মার্চ ২০২৩ ১৮:০৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে ধারালো টেটা (মাছ শিকারের অস্ত্র) দিয়ে আঘাত করে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। চাচাতো ভাইদের সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৮ মার্চ) সকালে উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মো. শাহাবউদ্দিন (৩৩) ওই এলাকার বাসিন্দা।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘শাহাবউদ্দিনের সঙ্গে জায়গা-জমি নিয়ে তার চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলছিল। আজ (বুধবার) সকালে পারিবারিক জমি থেকে শাহাবউদ্দিন ও তার ভাইয়েরা মিলে মাটি কাটছিল। এ সময় তাদের বাধা দিতে আসেন চাচাতো ভাইয়েরা।’
তিনি বলেন, ‘কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাবউদ্দিনকে টেটা দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত শাহাবউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ওসি জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
সারাবাংলা/আইসি/পিটিএম