Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৩ ১৪:৪৪

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হয়েছেন একজন।

সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ‌কিরহা‌টের কাকডাঙ্গা এলাকায় একটি বালু বোঝাই ট্রাক রাস্তার ওপর দাঁড়িয়ে মেরামত করছিল। এ সময় পেছন দিক থেকে আসা অপর এক‌টি ট্রাক স‌জো‌রে ধাক্কা দেয়। এতে ট্রাক চালকের দুই সহকারী ঘটনাস্থলে মারা যান। এ সময় ট্রাকে থাকা সোহাককে আহত অবস্থায় উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা ট্রাক শ্রমিক ব‌লে জানা গে‌ছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো