Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার পরিকল্পনা: রেস্তোঁরা থেকে আটক ৩০

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৩ ২৩:৫০

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি রেস্তোঁরা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নাশকতার পরিকল্পনা করতে রেস্তোঁরায় জড়ো হয়েছিল জামায়াত ইসলামীর এই সব নেতাকর্মীরা।

শনিবার (৪ মার্চ) রাত ১১টার দিকে নগরীর কোতোয়ালি থানার জামালখানে কাচ্চি ডাইন রেস্তোঁরা থেকে তাদের আটক করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা সারাবাংলাকে বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, সংগঠনের পরিচয় গোপন রেখে জামায়াতের নেতাকর্মীরা রেস্তোঁরায় বৈঠক করবেন। সেখানে খাওয়া-দাওয়ার ফাঁকে তারা নাশকতার পরিকল্পনা করবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা আগে থেকেই রেস্তোঁরার আশপাশে ছিলাম। তারা সেখানে জড়ো হওয়ার পর আটক করি। ৩০ জনকে আমরা থানায় এনেছি। তাদের পদ-পদবি যাচাইবাছাই করা হচ্ছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

আটক জামায়াত ইসলামী রেস্তোরাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর