Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শ্রদ্ধা

সারাবাংলা ডেস্ক
৩ মার্চ ২০২৩ ২৩:৩৩

ঢাকা: ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নির্বাচিত কেন্দ্রীয় কমিটি। শুক্রবার (৩ মার্চ) সংগঠনের সভাপতি মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটনের নেতৃত্বে নবগঠিত সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এ শ্রদ্ধা জানায়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল কুমার মালো, বাসুদেব মৈত্র, অভি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মাহমুদুল আলম তারেক, নবেন্দু সাহা নব, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক শিমুল, শেখ নুর কুতুবুল আলম এবং সহ প্রচার সম্পাদক মো. হাবিবুল্লাহ মেজবাহ সহ ঢাকা মহানগর, বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ের নেতারা।

বিজ্ঞাপন

সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী নির্বাহী কমিটির সবার সিদ্ধান্তে নির্বাচিত এই সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান লাকী ইনাম, পরিচালক মহিউদ্দিন মানু ।

এ পর্যন্ত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৮টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারটিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে

জাতির পিতা শ্রদ্ধা নিবেদন সমাধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর