Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিমের দাম স্থির থাকলেও মুরগির বাজার চড়া

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৩ ১৩:২৬ | আপডেট: ৩ মার্চ ২০২৩ ১৬:৩৯

ঢাকা: চলতি সপ্তাহে ডিমের দাম স্থির থাকলেও বেড়েছে সব ধরনের মুরগির দাম। ক্ষেত্র বিশেষে প্রতি কেজি ২০-৫০ টাকা পর্যন্ত মুরগির দাম বেড়েছে। তবে সব ধরনের ডিমের দাম আগের মতোই রয়েছে।

শুক্রবার (৩ মার্চ) রাজধানীর আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুর ও মোহাম্মদপুর কৃষি মার্কেটে ঘুরে এমন চিত্র দেখা যায়।

এদিন শ্যামলী কাঁচা বাজারের মুরগি বিক্রেতা মোহাম্মদ হাসান সারাবাংলাকে বলেন, ‘আজ পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ২২০-২৩০ টাকা। পাকিস্তানি মুরগি ৩৩০-৩৪০ টাকা আর লেয়ার ২৮০ টাকা কেজি দরে বিক্রি করছি।’

শ্যামলী কাঁচা বাজারের ডিম বিক্রেতা মামুন মিয়া বলেন, ‘ডিমের দাম আগের মতোই আছে‌। দাম বাড়েনি বরং ৫-১০ টাকা কমেছে। গত সপ্তাহে মুরগির ডিম ডজন প্রতি বিক্রি করেছি ১৪৫-১৫০ টাকা। আর এ সপ্তাহে বিক্রি করছি ১৩৫-১৪০ টাকা। আর হাঁসের ডিম বিক্রি করছি ২৩০ টাকা ডজন, কোয়েল পাখির ডিম ডজন প্রতি ৪০ টাকা করে বিক্রি করছি।’

মোহাম্মদপুর কৃষি মার্কেটের পদ্মা বয়লার হাউজের স্বত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ শাহীন সারাবাংলাকে বলেন, ‘এ সপ্তাহে সব ধরনের মুরগির দাম বেড়েছে। আজ পোল্ট্রি মুরগি ২৪০ টাকা, পাকিস্তানি ৩৪০-৩৬০ টাকা, লেয়ার ২৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। আর ডিম বিক্রি করছি ১৪০ টাকা ডজন দরে।’

আগারগাঁওয়ের মুদি দোকানদার সোহেল বলেন, ‘এ সপ্তাহে ডিমের দাম কিছুটা কমেছে। এখন ডিম বিক্রি করছি ২৩৫-১৪০ টাকা ডজন দরে। যা গত সপ্তাহে ছিল ১৪৫-১৫০ টাকা ডজন।’

মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্রাহ্মণবাড়িয়া ডিমের আড়তের স্বত্ত্বাধিকারী আরিফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আজ মুরগির ডিম (সাধারণ) বিক্রি করছি ১৩৫-১৪০ টাকা ডজন দরে, প্যারাগণ মুরগির ডিম ১৪৫০-১৫০ টাকা ডজন দরে‌। আর হাঁসের ডিম ডজন প্রতি বিক্রি করছি ২১০-২২০ টাকা করে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এমও

কাঁচা বাজার টপ নিউজ ডিমের দাম পাকিস্তানি মুরগি মুরগির দাম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর