Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণ, আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৩ ১২:১৭ | আপডেট: ৩ মার্চ ২০২৩ ১৩:৩৮

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানার সুইং সেকশনে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ওই কারখানার একটি দেয়াল ভেঙে রাস্তার ওপর গিয়ে পড়ে। এতে কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় এবং শ্রমিকরা ছুটিতে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বরপা এলাকায় অবস্থিত অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষের দাবি, কারখানার ভবনের ৭ তলা ফ্লোরটি সুইং সেকশন। ওই ফ্লোরের দরজার জানালা বন্ধ থাকায় সেখানে ধোঁয়ায় গ্যাসের সৃষ্টি হয়। আর ওই গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন জানান, অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়েছে। বিস্ফোরণে ৭ তলা ফ্লোরের পাকা দেওয়াল ভেঙে উড়ে যায়। বিস্ফোরণে কারখানার নিচতলা মেইন গেইটের পাকা দেওয়াল ও গেট ভেঙে ঢাকা সিলেট মহাসড়কের ওপরে পড়ে যায়। দ্রুত আগুন নেভানোর কারণে বড় ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, আধঘণ্টার মধ্যে আগুন নেভানো হয়। বিস্ফোরণ থেকে আগুনের সৃষ্টি হলেও বিস্ফোরণের কারণ খুঁজে পাওয়া যায়নি।

কারখানার শ্রমিক আলামিন, ইয়াসমিন, মনির হোসেন, কামাল মিয়াসহ আরও কয়েকজন জানান, অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানায় প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। শুক্রবার কারখানাটি বন্ধ থাকে, ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানার এইচআর এডমিন মাহবুবুর রহমান বলেন, ‘কারখানার ৭তলা ফ্লোরটি সুইং সেকশন। ওই ফ্লোরটির দরজার জানালা বন্ধ ছিল। কারখানার সুইং শাখায় রুম বন্ধ থাকায় গ্যাস জমাট বেঁধে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। কারখানায় শ্রমিক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরির্দশক শরফুউদ্দিন জানান, বিস্ফোরণের পর কারখানার দেয়াল এসে রাস্তায় পড়য় যান চলাচলে ব্যাঘাত ঘটে। তার ওপর স্থানীয়রা মানুষের ভিড়ে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

সারাবাংলা/এমও

আগুন তৈরি পোশাক কারখানা নারায়ণগঞ্জ বিস্ফোরণ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর