Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলপিজি: সিলিন্ডার প্রতি দাম কমলো ৭৬ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৩ ১৭:৩১

ঢাকা: এবার ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম কমলো ৭৬ টাকা। ফলে ১ হাজার ৪৯৮ টাকার সিলিন্ডার এখন মিলবে ১ হাজার ৪২২ টাকায়।

বৃহস্পতিবার (২ মার্চ) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য নির্ধারনের ঘোষণা দেয়। যা আজ থেকে কার্যকর হবে।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৮ দশমিক ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৫ টাকা ৩১ পয়সা নির্ধারণ করা হয়েছে। সমন্বয়কৃত মূল্য ২ মার্চ সন্ধ্যা ৬টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এর আগে, ফেব্রুয়ারি মাসে এলপিজি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ২৩২ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সারাবাংলা/জেআর/ইআ

এলপিজি গ্যাসের দাম টপ নিউজ সিলিন্ডার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর