Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন ব্যবস্থার ওপর মানুষ আস্থা ও বিশ্বাস হারিয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৩ ১৬:০৬

মোংলা: ‘অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য রাজনৈতিক দলসমূহের মধ্যে পারস্পরিক সমঝোতা হকে হবে। নির্বাচন ব্যবস্থার ওপর মানুষ আস্থা ও বিশ্বাস হারিয়েছে। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে নাগরিকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। এর জন্য অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ তথা অর্থবহ নির্বাচন হতে হবে।’

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। মোংলার রিমঝিম চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন), ইয়ুথ পিস অ্যাম্বাসেডর ও ব্রেভ ইয়ুথ গ্রুপ এই মানববন্ধন করে।

বিজ্ঞাপন

এতে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। মানববন্ধনে বক্তব্য রাখেন- মোংলার সুজনের সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ, সুজন নেতা নাজমুল হক, কমলা সরকার, প্রসেনজিৎ মন্ডলসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশের সাধারণ জনগণের আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবেও আমরা অঙ্গীকারবদ্ধ।’ এসময় বক্তরা রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দলসমূহের দায়িত্বশীল আচরণের দাবি জানান।

মানববন্ধনের আগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে মোংলায় সুজনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সিস সুদান হালদার।

উল্লেখ্য, ২০২০ সালের ২ মার্চ থেকে গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সরকারি ভাবে জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

গণতন্ত্র ও সুশাসন নির্বাচন ব্যবস্থা সুজন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর