Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ সাময়িক বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৩ ১৬:৩৪ | আপডেট: ১ মার্চ ২০২৩ ১৮:১২

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধী বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) ও দ্বিতীয় বুস্টার ডোজ (চতুর্থ ডোজ) প্রয়োগ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একদিকে সংগ্রহে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকা ও অন্যদিকে মজুদ থাকা ভ্যাকসিনের মেয়াদ শেষ হওয়ায় এই নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পরবর্তীতে কোভ্যাক্স থেকে ভ্যাকসিন আসা সাপেক্ষে আবারও এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞাপন

বুধবার (১ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. আহমেদুল কবির।

ড. আহমেদুল কবির বলেন, গতকাল (মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি) বুস্টার ও দ্বিতীয় বুস্টার ডোজ কার্যক্রমের ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়েছে। আমরা এই দুই ডোজে কোভ্যাক্সের ভ্যাকসিন ব্যবহার করছিলাম। গতকাল আমাদের স্টক শেষ হয়েছে।

তিনি বলেন, নতুন করে ভ্যাকসিন পাওয়ার জন্য আমরা কোভ্যাক্সের কাছে আবেদন করেছি। আবেদন করার পর ভ্যাকসিন আসতে কিছুটা সময় লাগে। আমরা আশা করছি, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ভ্যাকসিন চলে আসবে। এই সময়টা আমাদের অপেক্ষা করা লাগতে পারে। স্টক আসা মাত্রই ভ্যাকসিন কার্যক্রম শুরু করব।

তিনি আরও বলেন, দেশে এ পর্যন্ত ১৫ কোটি প্রথম ডোজ, প্রায় ১৪ কোটি দ্বিতীয় ডোজ ও প্রায় ৭ কোটি বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এছাড়াও দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩১ লাখ ৪৮ হাজারের বেশি।

সারাবাংলা/এসবি/আইই

করোনাভাইরাস বুস্টার ডোজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর