Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রিজিং গাড়ি থেকে শিশু গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫১ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫৩

ঢাকা: লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে নাদিয়া (৯) নামে এক শিশু গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। গাড়িটি রাজধানীর মগবাজারের হলি ফ্যামিলি হাসপাতালের সামনে দাঁড়িয়েছিল।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু নাদিয়া ও তার বোন নাজমা শাহজাহানপুর শান্তিবাগ ৮৭/১ নম্বর বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। গত রোববার (২৬ ফেব্রুয়ারি) এই শিশুটি মারা যায়। পরে গৃহকর্ত্রী ফরহাদ বাঁধন মৌ শিশুটির মৃতদেহ তার পরিবারের সঙ্গে কথা বলে হলি ফ্যামিলি হাসপাতালে ফ্রিজিং গাড়িতে রাখে।

এর আগে মৃত্যুর পরও কয়েক ঘণ্টা শিশুটিকে বাসায় রাখা হয়েছিল, মৃতদেহ কিছুটা পচন ধরে গেছে।

ওসি জানান, এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ফ্রিজিং গাড়ি থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। শিশুটির মৃত্যুর কারণ জানতে কাজ করছে পুলিশ।

ওসি আরও জানান, এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। শিশুটির বাবা নাজিম উদ্দিন মামলা করবেন বলে জানিয়েছেন, তাদের বাড়ি পঞ্চগড় জেলায়।

সারাবাংলা/এসএসআর/এমও

মৃতদেহ উদ্ধার শিশু গৃহকর্মী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর