Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংকে ৩ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০২ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩০

ঢাকা: দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের লার্নিং, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে এজেন্ট ব্যাংকিং ব্যবসার পরিধি এবং শাখা ব্যবস্থাপকদের জন্য শাখাগুলির ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে তিনদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রিমিয়ার ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও শাখা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মো. আবুল বাশার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কর্মশালাটি পরিচালনা করেন লার্নিং, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান সাদিয়া মবিন হান্নান যেখানে জনাব মো. আহসান উল আলম, ইভিপি এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মো. তারেক উদ্দিন, ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন প্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসডিজি লক্ষ্য অর্জনের জন্য মূল জনগোষ্ঠীকে আর্থিক খাতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং বিরাট ভূমিকা রাখতে পারে এ বিষয়টি নিশ্চিত করার জন্য বিশিষ্ট অতিথিরা আলোচনা করেন।

সারাবাংলা/ইআ

কর্মশালা দি প্রিমিয়ার ব্যাংক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর