Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৫

ঝিনাইদহ: ঝিনাইদহে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে রেজওয়ানুল ইসলাম জনি নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রায় উত্যক্ত করতেন শহরের হামদহ খন্দকারপাড়া এলাকার রেজওয়ানুল ইসলাম জনি। এক পর্যায়ে বিয়ের প্রস্তাবে রাজী না হলে ২০১৩ সালের ২১ মার্চ কোচিং এ যাওয়ার পথে জনি তার সহযোগীদের নিয়ে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করেন। এর প্রায় এক সপ্তাহ পর মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করে। মামলার তিনমাস পর পুলিশ জনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন।

সারাবাংলা/ইআ

যাবজ্জীবন কারাদণ্ড স্কুলছাত্রী ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর