Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্ত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৬

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৫ জনের মধ্যে স্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বার্ন ইনস্টিটিউটে সুখী আক্তার (২৫) নামে ওই নারীর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন।

ডা. আইউব জানান নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় সুখি আক্তার নামে এক নারী মারা গেছেন। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় সুখির স্বামী আলামিন (৯৫ শতাংশ) ও রফিক মিয়া (১২ শতাংশ) দগ্ধ হয়ে ভর্তি আছেন। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে, রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ফতুল্লা লামারবাগ মেট্রো গার্মেন্টসসংলগ্ন একটি দোতলা বাড়ির নিচে তলায় এই বিস্ফোরণের ঘটন ঘটে।

দগ্ধরা হলেন- গার্মেন্টস কর্মী আল আমিন হোসেন (৩০), তার স্ত্রী সুখি আক্তার (২৫), পাশের বাসার ভাড়াটিয়া আলেয়া বেগম (৬০) ও তার ছেলে জামাল হোসেন (৪০) এবং রাজমিস্ত্রীর সহযোগী রফিক মিয়া (৪৫)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আল আমিনের চাচাতো ভাই মো. রাসেল জানান, সুখী মেট্রো গার্মেন্টসে চাকরি করেন। আর তার স্বামী আলআমিন মোতালেব মনোয়ারা গার্মেন্টসে চাকরি করেন। ওই বাড়ির নিচ তলার একটি রুমে ভাড়া থাকেন তারা। দু’জন দুপুরে কর্মস্থল থেকে বাসায় ফিরে খাবার গরম করার জন্য রান্না ঘরে যান। সেখানে দিয়াশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় স্বামী-স্ত্রী দু’জনেরই পুরো শরীর দগ্ধ হয়। পাশের রুমে থাকা আলেয়া বেগম, তার ছেলে এবং রাজমিস্ত্রির কাজ করা রফিক মিয়া সামান্য দগ্ধ হন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: গ্যাস সংযোগের লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৫

সারাবাংলা/এসএসআর/এমও

গ্যাস লিকেজ নারায়ণগঞ্জ ফতুল্লা বার্ন ইনস্টিটিউট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর