চিনি আমদানিতে শুল্ক অব্যাহতি
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৪
ঢাকা: চিনি আমদানিতে শুল্ক অব্যাহতি এবং রেগুলেটরি ডিউটি (আরডি) ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষর করা এক প্রজ্ঞাপন এই শুল্কহার কমানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩০ মে পর্যন্ত আমদানিকারকরা চিনি খালাস করতে এই সুবিধা পাবেন।
প্রতি টন পরিশোধিত চিনি আমদানিতে ৬ হাজার টাকা ও অপরিশোধিত চিনি আমদানিতে ৩ হাজার টাকা শুল্ক কর নির্ধারিত ছিল। এ ছাড়া অপরিশোধিত চিনি আমদানিতে ৩০ শতাংশ আরডি আরোপিত ছিল। দামের ঊর্ধ্বগতির কারণে এটি কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর।
এনবিআর সূত্রে জানা যায়, বর্তমানে প্রতি টন চিনি আমদানিতে কাস্টম ডিউটি ৩ হাজার টাকা, আরডি ৩০ শতাংশ, ভ্যাট ১৫ শতাংশ, অগ্রিম কর ৪ শতাংশ। সব মিলিয়ে চিনি আমদানি ডিউটি পরে প্রায় ৬১ শতাংশ।
সারাবাংলা/এসজে/একে