Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রী নির্যাতনের প্রতিবেদন জমা, কমিটির আহ্বায়ক ‘খুব ব্যস্ত’

ইবি করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৩ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৫

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তবে প্রতিবেদন বিষষে মুখ খুলতে নারাজ কমিটির আহ্বায়ক ও সদস্যরা।

তদন্ত প্রতিবেদনের বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডলের কাছে জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান। বলেন, ‘আমি খুব ব্যস্ত। খুব কাজের চাপে আছি। এই বিষয়ে আমার আর কিছু বলার নেই।’

বিজ্ঞাপন

অভিযোগের সত্যতা কতটুকু এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘এ বিষয়ে কিছু বলার অনুমতি আমাদের নেই। আমরা কর্তৃপক্ষকে প্রতিবেদন জমা দিয়েছি। তারা চাইলে বলতে পারেন।’

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রেজিস্ট্রারের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। একইসঙ্গে আজই তদন্ত প্রতিবেদন হাইকোর্টে পাঠানো হবে বলেও জানান তিনি।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘ছাত্রী নির্যাতনের ঘটনা তদন্তে উপাচার্য একটি কমিটি কমিটি গঠন করেছিলেন। আমরা সেই কমিটির রিপোর্ট আজ পেয়েছি। আজকেই আমরা এটা পাঠিয়ে দিবো, কালকের মধ্যে হাইকোর্টে সাবমিট হবে। এরপর হাইকোর্ট যে নির্দেশনা দেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলকে আহ্বায়ক ও একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) আলীবদ্দীন খানকে সদস্য সচিক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে প্রতিবেদন জমা দিতে ৭ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

কমিটির অন্য সদস্যরা হলেন- প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ড. দেবাশীষ শর্মা, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুরশিদ আলম।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে গত ১২ ফেব্রুয়ারি রাতে এক ছাত্রীকে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে বিবস্ত্র করে নির্যাতন করার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

 

আরও পড়ুন:
ইবিতে ঘটনার পর উধাও হয়ে যায় সিসিটিভি ফুটেজ
রাতে পিএস’কে অব্যাহতি, সকালে বাংলো ত্যাগ ইবি উপাচার্যের

সারাবাংলা/এমও

ইবি উপাচার্য ইবি ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রী নির্যাতন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর