Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ৫ পুলিশ সদস্যসহ আহত ৫৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৫

ঝালকাঠি: ঝালকাঠিতে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এসময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সদর থানার ওসি অপারেশন ফিরোজ আহম্মেদসহ ৫ পুলিশ সদস্য আহত হন। অপরদিকে পুলিশের লাঠিচার্জে বিএনপির ৫০ নেতাকর্মী আহত হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।

আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কর্যালয়ের সামন থেকে পদযাত্রা বের হয়ে কিছুদূর আগালে পুলিশ তাতে বাধা দেয়। এসময় ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। পুলিশও লাঠিচার্জ করে এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয়। ঘটনা স্থান থেকে বিএনপির ১৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

পুলিশের লাঠিচার্জে আহত জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার জানান, আমাদের ৫০ জননেতাকর্মী আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কে কে আহত হয়েছে তা নিশ্চিত করতে পারেনি। এ পর্যন্ত জেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমানসহ ১৬ জনকে পুলিশ আটক করেছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে বলে পুলিশের পক্ষ থেকে জানান সদর থানার ওসি।

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল আটাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী পদযাত্রার ডাক দেয় বিএনপি।

সারাবাংলা/একে

ঝালকাঠি বিএনপি সংঘর্ষ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর