একুশ স্মরণে প্রদীপ প্রজ্বালন: অপশক্তি প্রতিহতের ডাক
২০ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৬
চট্টগ্রাম ব্যুরো : বাংলা ভাষার জন্য আত্মাহুতি দেওয়া বীর শহিদদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করে বাঙালি জাতীয়তাবাদ ও দেশবিরোধী অপশক্তিকে প্রতিহত করার ডাক দিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করে। এতে সমবেত হয়েছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।
প্রধান অতিথি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঐতিহাসিক দিনটি বাঙালির আত্মপরিচয়ের সাহসী ঠিকানা। অমর একুশের পথ ধরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমসাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন সর্বোপরি মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। ৩০ লাখ শহিদের জীবনের বিনিময়ে বাঙালির বিজয় অর্জিত হয়েছে।’
সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, ‘বিশ্বের ইতিহাসে বাঙালিই একমাত্র জাতি, যারা নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার রক্ষায় জীবন দিয়েছে। রক্ত দিয়ে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু রক্তে পাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখন শেষ হয়নি। সুযোগ পেলেই মুক্তিযুদ্ধের পরাজিত জাতীয় ও আন্তর্জাতিক চক্র ছোবল মারতে চায়। এ ধরনের ঘৃণ্য অপতৎপরতার বিরুদ্ধে নতুন প্রজন্মকে সজাগ থাকতে হবে। একুশের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে।’
সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর সভাপতি সরফরাজ খান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গৌরীশংকর চৌধুরী, বাদশা মিয়া, নুরুল আমিন, লিয়াকত হোসেন, সংগঠনের যুগ্ম সম্পাদক ইফতেখার রাসেল, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খান, নারী বিষয়ক সম্পাদক সাইফুন নাহার খুশী, প্রচার সম্পাদক পলাশ বড়ুয়া, জসীম উদ্দিন, কোষাধ্যক্ষ সেলিম রহমান, আইন সম্পাদক সৈকত দাশ, সম্পাদকমণ্ডলীর সদস্য নাজিম উদ্দিন, আরিফ মঈনুদ্দিন, নুরুল হুদা চৌধুরী, নবী হোসেন সালাউদ্দিন, মোহাম্মদ আবুল কাশেম, নারীনেত্রী ফারজানা মিলা, মঈনুল আলম খান, ইব্রাহিম চৌধুরী, সুপ্রিয়া চৌধুরী,পংকজ রায়, মেহেরুন নিপা বক্তব্য রাখেন।
সারাবাংলা/আরডি/একে